বিনোদন ডেস্ক:
আন্ডারওয়ার (Underwear) পরা খুব বেশি প্রয়োজন না হলেও কিছুটা প্রয়োজন বটে। আন্ডারওয়ার না পরলে সম্ভ্রম পুরোপুরি ঢাকা যায় না। অবশ্য অনেক ছেলেই আন্ডারওয়ার পরেন না। গরমে সমস্যা হলে তো কেউ কেউ আবার একদমই পরেন না। এছাড়া গরমে ঢিলেঢালা প্যান্ট বা সুতি ট্রাউজার পরলেও আরাম লাগে। কিন্তু আন্ডারওয়ার না পরলে গ্রেফতার ! ব্যাপারটা রীতিমতো বাড়াবাড়ির পর্যায়।
আর এই বাড়াবাড়ির ঘটনাটি ঘটেছে কবি দ্বীন মোহাম্মাদ দুখু রচিত ‘আন্ডারওয়্যার‘ নামক রম্যগল্পে।
রম্যগল্পটি তুলে ধরা হলো:
গ্রীণ রোড সিগনাল পার হতেই পেছন থেকে মহিলা সার্জেন্টের গলা ফাটানো চিৎকার – এই ছেলে? এই ছেলে?
পেছনে ঘুরে তাকাতেই-
নাম কিরে ছোকরা?
বিনয়ের সাথে ছেলেটি জানায়- সালমান।
শুধু সালমান? আগে পিছে কিছু নাই মিয়া?
সালমান খান, ম্যাডাম।
নিজের প্রাইভেট পার্টকে সংরক্ষণ করে রাস্তায় বেরোতে পারো না?
সংরক্ষণই তো করছি ম্যাডাম।
গরম থেকে বাঁচাতে ঢিলেঢালা পোশাক পরছি।
তো লুঙ্গি পরতে পারতে?
পারতাম। তবে আপনারই তো আনসোশ্যাল, ক্ষ্যাত তকমা দেন।
সংযত তো থাকতে পারো। ঘরে মা বোন নাই?
মা বোন নিয়ে কথা বলবেন না ম্যাডাম? মাথা গরম হয়।
কিসের মাথা গরম হয় রে ছোকরা?
তবে রে!
গেঞ্জির কলার ধরে টানতে টানতে মহিলা সার্জেন্টে সালমানকে কলাবাগানে দিকে নিয়ে গেল।
হয়তো কলা ডিম খাওয়াবে বলে।
পরদিন মিডিয়া পাড়ায় সেকি তালগোল?
‘আন্ডারওয়্যার না পরায় সালমান গ্রেফতার’ কিংবা ‘জাঙ্গিয়া না পরায় সালমান লাল দালানে’
সেদিন নারীবাদীরা কিচ্ছু বলেনি! আর পুরুষবাদীদের আওয়াজ হতে না হতেই বাতাসের সাথে মিলিয়ে যায়।
ছবি: প্রতীকি ছবি
দৈনিক অন্যধারা / ৪ এপ্রিল, ২০২২/ কে. আর