জাতিসংঘে নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো, ভোট দেয়নি ভারত-চীন

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া ইউক্রেনে হামলা করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া নিন্দা প্রস্তাব ‍উত্থাপন করলে  রাশিয়া তাতে ভেটো প্রদান করেন। নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভোট প্রদান থেকে বিরত থেকেছে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ইউক্রেন ইস্যুতে প্রভাবশালী তিন দেশ নিন্দা প্রস্তাবে সায় না দেওয়াকে মস্কোর বিজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শনিবার(২৬ ফেব্রুয়ারি,২০২২) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তসংস্থা রয়টার্স।

রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছি।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর