জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে, কোরবানির ঈদ ১০ জুলাই

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় পবিত্র ঈদুল আজহা জিলহজ্জ মাসের আগামী ১০ তারিখ অর্থাৎ ১০ জুলাই (রোববার) উদযাপিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভা সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। হজ্জ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৯, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে।

সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হওয়ায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে সরকার। মসজিদে নামাজ আদায়ের বিষয়েও দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। যানবাহন চলাচলের ওপর এখনো কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি।

দৈনিক অন্যধারা / ৩০ জুন ২০২২ / জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর