জীবন বাজি

- Advertisement -
- Advertisement -

জীবন বাজি
সৈয়দুল ইসলাম

একাত্তরের পঁচিশে মার্চ
ভয়াল কালো রাত,
পাক বাহিনী নির্বিচারে
চালায় কুপোকাত।

দেশের তরে জীবন বাজি
ধরলো সোনার ছেলে,
জলে স্থলে যুদ্ধ করলো
বুকের রক্ত ঢেলে।

বাংলা মায়ের সোনার ছেলে
দীর্ঘ নয়টি মাস,
যুদ্ধ করে বিজয় এনে
গড়লো ইতিহাস।

রক্ত দিলো জীবন দিলো
মায়ের হাসির জন্য,
এমন ছেলে জন্ম দিয়ে
হলে’গো মা ধন্য।

তোমার ছেলে শহীদ মাগো
দেশমাতৃকার টানে,
ফুলে ফুলে শ্রদ্ধা জানাই
মা’ মাটিরই গানে।

এমকেএ/অন্যধারা

- Advertisement -

আরো পড়ুুর