জয়ের দেখা মিলছে না বাংলাদেশ ক্রিকেট দলের

- Advertisement -
- Advertisement -

খেলাধুলা ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পায় নি বাংলাদেশ ক্রিকেটদল। এনিয়ে বেশ ক্ষুব্ধ টাইগারপ্রেমিরা। বাংলাদেশ ক্রিকেটদল ব্যর্থঅবয়বে হতাশা নিয়েই দেশে ফেরেন। অবশ্য বিশ্বকাপের সেই ব্যর্থতা ভুলে গিয়ে চলতি পাকিস্তান সিরিজে নতুন স্বপ্ন দেখছিলেন টাইগার সমর্থকরা। অন্তত এই সিরিজটাতে ভাল করবে এমন আশা নিয়েই মিরপুরের মাঠে গিয়েছিলেন হাজারো দর্শক। কিন্তু সাকিব তামিম,মুশফিকবিহীন টাইগারবাহিনী কিছুতেই যেন ঘুরে দাঁড়াতে পারছে না। একের পর এক পরাজয় নিয়ে ভক্তদের কাঁদাচ্ছে নিয়মিত। তিনম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে হারিয়ে ছিল পাকিস্তান । এরপর আজ (শনিবার) দুপুরে সিরিজে টিকে থাকার লড়াইয়ে একই ভেন্যুতে আবারও পাকিস্তানের মুখোমুখি হয় টাইগারদল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১০৯ রানে টার্গেট দিয়েছি বাংলাদেশ দল । টার্গেটের  লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় পায় বাবর আজমরা । টানা জয়ে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান ক্রিকেটদল ।

অন্যধারা/২০ নভেম্বর ২০২১/এমকেএ

- Advertisement -

আরো পড়ুুর