- Advertisement -
সাকিব হাওলাদার,ডাসার
বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ও পরিচালিত মহরজান অরফানেজ ফাউন্ডেশন এর উদ্যোগে শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন। মাদারীপুর জেলার ডাসার উপজেলায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ও পরিচালিত মহরজান অরফানেজ ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মহরজান অরফানেজ ফাউন্ডেশনের সভাপতি জনাব ইউনুস খান ও সাধারণ সম্পাদক সৈয়দ সফিউজ্জামান পাপেল। আলোচনা সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয় মহরজান অরফানেজ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ,আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন মহরজান অরফানেজ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সৈয়দ সামসুজ্জামান পারভেজ, এছাড়াও উপস্তিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান। মহরজান অরফানেজ ফাউন্ডেশনের সহ-সভাপতি আসাদুজ্জামান তালুকদার লাবু সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দরা। এসময় সভাপতির বক্তব্যে সৈয়দ শামসুজ্জামান পারভেজ বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের সর্বচ্চ সাজা দাবি করে , সবশেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদের মাগফিরাত কামনা করে তার বক্তব্যে শেষ করেন।
দৈনিক অন্যধারা/এইচ
- Advertisement -