- Advertisement -
সৈয়দ মোকাররম হোসেন
ডাসার উপজেলার বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি বাতিল করার দাবীতে সংবাদ সম্মেলন করা হয় ।
অনিয়মতান্ত্রিক ভাবে গোপনীয়তার সাথে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে রাতের আঁধারে বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ এনে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকায় সংবাদ সম্মেলন করেছে ,গ্রামবাসী ও অভিভাবকগন ।
আজ(রবিবার) সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ডাসার উপজেলা প্রেসক্লাব হলরুমে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় গ্রামবাসী ও অভিবাবকদের মধ্যে সদস্য আরিফ হোসেন খান, শের জামান খান, মনিরুজ্জামান খান সহ ১২থেকে ১৫জন গ্রামবাসী অভিযোগ করে বলেন ‘নিয়ম নীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে গোপনে গত ৩ অক্টোবর বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। বিষয়টি জানাজানি হলে অভিবাবক সহ গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় ।
এ সময় আরো এক অভিভাবক বলেন, বর্তমানে যাদের দিয়ে কমিটি করানো হয় তাদের মধ্যে বেশির ভাগ আছেন নেশা,জুয়া, মাদকাসক্ত সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, বিতর্কিত কমিটি বাতিল করে বিধি মোতাবেক একটি শিক্ষা প্রতিষ্ঠানে সৎ নিষ্ঠাবানদের মাধ্যমে, কমিটি গঠনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোড় দাবী জানায় ।
এসময় আরো উপস্থিত ছিলেন আক্কাস বিশ্বাস, জয়নাল সরদার, সান্টু চৌকিদার, সুমন বিশ্বাস, শহিদ আকন, সুজন বয়াতি, আবুল কালাম ঢালী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -