ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ, সাথে শিক্ষার্থীরা

- Advertisement -
- Advertisement -

অন্যধারা প্রতিবেদক

প্রায় এক সপ্তাহ পর ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, রাজারবাগ, ইত্তেফাক মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে কিছু কিছু পয়েন্টে এখনও দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পুলিশ সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দেন। পুলিশের পাশাপাশি রাস্তায় শিক্ষার্থীরাও দায়িত্বপালন করছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেছেন, “একটা ছন্দপতন হয়েছিল। আজ আবার ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। এ সপ্তাহের মধ্যে সকলেই যোগ দেবেন বলে আশা করা যায়।”

মূলত গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ‍সারাদেশের অনেক থানায় হামলা হয়। এতে পুলিশশূন্য হয়ে পড়ে ঢাকার থানাগুলো। এরপর ঢাকার রাস্তায় আর ট্রাফিক পুলিশ দেখা যায়নি। তবে এ সময় রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেন শিক্ষার্থীরা।

- Advertisement -

আরো পড়ুুর