ঢাকায় বিএনপির ঐতিহাসিক সমাবেশ হবে ১২ তারিখ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা  ডেস্ক:

ঢাকায় আগামী ১২ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন , ইতোমধ্যে নেতাকর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছে।

সোমবার (১০ জুলাই) বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনা করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দুঃসময় চলছে। সরকারের নির্যাতন-নিপীড়ন, মামলায় আদালতে হাজিরা দিতে দিতে বিএনপির সিনিয়র নেতারা অসুস্থ হয়ে পড়ছে। সরকার মহাপরিকল্পনা করে বিএনপির নেতৃবৃন্দকে নানা কায়দায় নির্যাতন করে অসুস্থ বানিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন : আমেরিকা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথা বলায় আ.লীগের গায়ে লেগেছে: ফখরুল

রিজভী আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা কৌশল করছে সরকার। প্রশাসনে রদবদল করা হচ্ছে। পুলিশ-ডিসিদের বদলি করা হচ্ছে অশুভ উদ্দেশ্যে। সরকারের মাষ্টারপ্ল্যান এবার ব্যর্থ করে দেবে দেশের মানুষ।

ডি.ও // র হ খ

- Advertisement -

আরো পড়ুুর