হয়তোবা তুমি ময় সবটাই বিভ্রম,
তবুও ভুলের রঙে ফোটা ফুলে সাজুক বসন্ত।
আমার পৃথিবী জুড়ে তোমার আধিপত্য চির নবীন
অস্পর্শ ডানার প্রজাপতি, জলের শরীরে শিঞ্জন অর্বাচীন।
আমার আঁধারের দিয়া জ্বলে চিরকাল বসতভিটা
কলাবতী রাগিনী পলে পলে বিচ্ছুরণ,নিশুতি অন্তর পোড়া।
নীতিশাস্ত্র বিবর্জিত বিবেক খায় ঘুরপাক অমাবস্যা
অতীত স্মৃতি কেড়ে নিয়ে আলো, অমিয় ছুটে চলা।
হয়তোবা তুমি ময় সবটাই বিভ্রম
তবু্ও ভুলের রঙে ফোটা ফুলে সাজুক বসন্ত।
জেগে ওঠে সন্ধ্যায় অম্বরবক্ষ , মূর্ছনায় ঢলে মিহির
বিমুগ্ধ রজনীর আদিমতায় ঘায়েল করে ধারালো খিঞ্জির।
সীমান্তের কাঁটাতারে, পাললিক অমর প্রেম কাব্য
হটাৎ নেমে আসে মেঘ ভরা নদী, কুলকুল শব্দ
আকাশের নীল নীলান্তে, ভেসে বেড়ায় গাঙচিল স্বপ্ন
যদি বদলে যায় পৃথিবীর পিচঢালা পথের মানচিত্র।
আলোকিত/১১/০৫/২০২৪/আকাশ