দেবের সঙ্গে ব্যক্তিগত ও পর্দার রসায়ন নিয়ে যা বললেন রুক্মিণী

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

টালিউড তারকা দেব এবং অভিনেত্রী রুক্মিণীকে ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে। ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। বিরসা দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় যে দেব নাম ভূমিকায় অভিনয় করবেন, সেটি আগেই জানানো হয়েছিল। এবার সত্যবতীর চরিত্রে রুক্মিণী থাকবেন বলে জানা গেল।

এ টালি নায়িকা কিছুদিন আগেই বিনোদিনীর চরিত্রে অভিনয় শেষ করেছেন। সুদীপ্তা চক্রবর্তীর কাছ থেকে দিক-নির্দেশনা নেয়ার পর সিনেমাটির শুটিং শুরু করেছিলেন। সেই সিনেমার শুটিং শেষ না হতেই এবার নতুন কাজের খবর প্রকাশ্যে এল তার।

সম্প্রতি ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে রুক্মিণী উপস্থিত ছিলেন। এবার শুটিংও শুরু হলো। এতে একজন বুদ্ধিমতী বাঙালি গৃহবধূর চরিত্রে দেখা যাবে তাকে। যিনি সত্যান্বেষীর যোগ্য সহধর্মিণী ছিলেন।

হিন্দুস্তান টাইমস এবিপি বরাতে জানিয়েছে, রুক্মিণী বলেছেন, শুধু বিনোদিনী নয়, আমার কাছে যে চরিত্র আসুক না কেন, আমি সেখানে নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি। বিনোদিনীতে যেমন হৃদয় উজার করে অভিনয় করেছি, সত্যবতীর চরিত্রেও তেমনটা করব।

নতুন সিনেমার চরিত্রটি সম্পর্কে এ টালি তারকা বলেন, সবাই বলছেন সত্যবতী একজন বাঙালি গৃহবধূ। কিন্তু আমাকে যেটা আকর্ষণ করেছে তা হলো ওর বুদ্ধিমত্তা। গল্পের প্রেক্ষাপট যে সময়ের, সেই সময় আমাদের দিদা ঠাকুমাদের মধ্যে হয়তো একজন করে সত্যবতী লুকিয়ে থাকতো। তারাই পুরুষদের সঠিক দিক-নির্দেশনা দিতেন। হয়তো তাদের কৃতিত্ব প্রকাশ্যে আসতো না।

এই চরিত্রে অন্তঃসত্ত্বা দেখানো হবে রুক্মিণীকে। এর আগে চ্যাম্প সিনেমায় অন্তঃসত্ত্বার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে এবারের চরিত্র সেই তুলনায় ভিন্ন। এ চরিত্রের জন্য দামিনী বসু বেণীদির সঙ্গে ওয়ার্কশপ করছেন এ অভিনেত্রী।

সিনেমায় টালি নায়ক দেবের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। দু’জনের মধ্যকার রসায়ন কেমন হতে পারে, এ ব্যাপারে রুক্মিণী বলেন, এ পর্যন্ত অনেকের সঙ্গেই কাজ করেছি। তবে সবথেকে সিরিয়াস হয়ে, গম্ভীরভাবে দেবের সঙ্গেই কাজ করেছি। সবসময় ভয় হয়, ও কখন বকবে। এ কারণে ক্যামেরা অফ থাকার সময়ও নিজেদের চরিত্রের মধ্যে থাকি আমরা।

রুক্মিণী আরও বলেন, আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক না কেন, আমরা তা সেটের মধ্যে প্রবেশ করাই না। এই সিনেমায় যেহেতু ব্যোমকেশ সত্যবতীর দাম্পত্য জীবনের অনেক দিন কেটেছে, এমন দেখানো হবে, এ জন্য দু’জনের মধ্যে একটা নির্ভরশীলতা দেখাতে হবে। বন্ধুত্বও থাকবে। কিন্তু দেবের সঙ্গে বাস্তব জীবনের রসায়ন পর্দার রসায়ন গড়তে সাহায্য করেনি। ক্যামেরার সামনে আমরা আলাদা মানুষ হয়ে যাই।

খ.র

- Advertisement -

আরো পড়ুুর