দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়  বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মত্যাগে সদাপ্রস্তুত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সশস্ত্র বাহিনীর সদস্যরা অগ্রসেনা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর,২০২১) রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টের শেখ হাসিনা কমপ্লেক্সে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য।  কারণ বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর মত আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে।  কাজেই অন্য দেশের সশস্ত্র বাহিনীর সাথে আমাদের সশস্ত্র বাহিনী সদস্যরা যাতে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য তাদের আধুনিক প্রযুক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সব ধরনের সরঞ্জামাদি সম্পর্কে জ্ঞানলাভ করতে হবে ও প্রশিক্ষিত হতে হবে। আমরা যেন তাদের থেকে পিছিয়ে না থাকি  সেটাই আমার চেষ্টা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা  বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে সব বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, বিমান ও হেলিকপ্টারসহ আধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করে দিয়েছি।শুধু তাই নয় এভিয়েশন বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। দেশের সকল সিএমএইচ হাসপাতালগুলোকে আধুনিক হাসপাতালে রূপান্তর করেছি। ৫ টি মেডিকেল কলেজ করে দিয়েছি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়  বাংলাদেশ সশৃস্ত্র বাহিনীর সদস্যরা  সর্বোচ্চ আত্মত্যাগে সদাপ্রস্তুত থাকে। তাছাড়াও দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। মহামারি করোনা ভাইরাসে শুরু থেকে তারা সম্মুখযোদ্ধা হিসেবে নানা কর্মকাণ্ড করেছে। যে কোন দুর্যোগকালীন সময়ে দেশের অবকাঠামো উন্নয়নেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে। দেশের বাইরেও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়ে তাদের কাজের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

শেখ হাসিনা বলেন, আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদাপ্রস্তুত। বাংলাদেশ এখন  অর্থনৈতিক অগ্রগতির বন্ধনে বিশ্বের সেরা পাঁচ দেশের মধ্যে স্থান করে নিয়েছে। আমাদের অর্থনীতির আকার বর্তমানে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। আমরা দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছি। করোনা না থাকলে ১৭-১৮ ভাগে নামিয়ে আনতে পারতাম। ভবিষ্যতে সেটাও অমরা করব।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর