দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

সরকার দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে । বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম আল-আমিন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানা যায়।

১৩ টি জেলা হল গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর, শিক্ষা মন্ত্রণালয়ের মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনিরা বেগম ঝিনাইদহ , ময়মনসিংহে স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম গালিব খান চাঁপাইনবাবগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাফিসা আরেফিন নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. অলিউর রহমানকে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মজিবর রহমানকে সিলেট এবং চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর