ধান গাছের শিকড়ে গিঁট রোগ দূর করবেন যেভাবে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

ধান আমাদের বাংলাদেশের দেশের প্রধান খাদ্য শস্য। আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে কৃষকরা আগের চেয়ে অনেক বেশি পরিমাণ ফসল উৎপাদন করছেন। তবে ধান চাষের সময় কিছু রোগবালাই এ ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এর মধ্যে ধান গাছের শিকড় গিঁট রোগ মারাত্নক ক্ষতিকর। ফলে ধানের শিকড় গিঁট রোগ দমনসহ বিভিন্ন রোগ ও দমন সম্পর্কে আমাদের জানা জরুরী।

গিঁট রোগ যেভাবে আক্রমণ করে: ধানের শিকড় গিঁট রোগ সাধারণত বীজতলায় এবং বোনা আউশ ক্ষেতে চারা অবস্থায় দেখা যায়। এই কৃমি ধান গাছের প্রাথমিক অবস্থায় শুকনো মাটিতে গাছের শিকড়ে আক্রমণ করে।

গিঁট রোগে আক্রান্ত হলে যেভাবে বুঝা যাবে: আক্রান্ত গাছ বেঁটে, পাতা হলদে এবং শুকিয়ে যেতে থাকে। আক্রান্ত গাছের শিকড়ের মধ্যে গিঁট দেখা যায়। গাছ বাড়তে পারে না এবং দুর্বল হয়।

ধান গাছকে গিঁট রোগ থেকে বাঁচানোর উপায়: শিকড় গিঁট রোগ দমন করতে হলে আক্রান্ত বীজতলা বা জমি পানিতে ডুবিয়ে রাখলে আক্রমণের প্রকোপ কমানো যায়। চাষাবাদে শস্যক্রমে পরিবর্তন আনতে হবে। বীজতলা বা আউশ ক্ষেতে বিঘা প্রতি ২.৫-৩.০০ কেজি ফুরাডান অথবা কুরাটার ছিটিয়ে দিতে হবে।

তথ্য: কৃষি তথ্য সার্ভিস

দৈনিক অন্যধারা/০৩ সেপ্টেম্বর ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর