নদীর পানিতে ডুবে বর সহ দুই জনের মৃত্যু

- Advertisement -
- Advertisement -

মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন বর সানজুসহ তার ভাই শাওন ও বন্ধু হৃদয়। এর মধ্যে জেলেদের জালে বরের ভাই শাওনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন বর সানজু ও হৃদয়

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শাওন বেপারী রাজধানী ঢাকার ওয়ারী থানার জুরাইন এলাকার শাহজাহান বেপারীর ছেলে ও নিখোঁজ বর সানজুর ছোট ভাই। এর আগে এ ঘটনায় শাওনের মা সাহানা ও বোন জলি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২ আগস্ট) সকালে গোসাইরহাট উপজেলার কোদালপুর লঞ্চঘাট থেকে ট্রলারযোগে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চর যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। ঢাকা থেকে আসা বরযাত্রীর ৮ জনসহ ট্রলারটিতে মোট ১১ জন যাত্রী থাকলেও স্থানীয় তিনজন সাতার কেটে ডাঙায় উঠতে পারলেও সাঁতার না জানায় নদীতে ডুবে যায় বরযাত্রীর ৮ জন। পরে খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ বরযাত্রীর ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক বর সানজুর মা সাহানা ও বোন জলি আক্তারকে মৃত ঘোষণা করেন। বরসহ বাকি তিনজন নিখোঁজ থাকায় গতকাল সারাদিন ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বিত টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও অতিরিক্ত স্রােতের কারণে কারও খোঁজ পায়নি।

০৩/০৮/২০২৪

- Advertisement -

আরো পড়ুুর