নিপুণ ভোট পুনর্গণনার জন্য আপিল করেছেন

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িক নিপুণ আক্তার ও চিত্রনায়ক জায়েদ খান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জায়েদ খানকে বিজয়ী ঘোষনা করলেও এ জয় মানেন না চিত্রনায়িকা নিপুণ আক্তার। এজন্য তিনি ভোট পুনর্গণনার জন্য আপিল করেছেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

শনিবার (২৯ জানুয়ারি,২০২২) দুপুর ১টার দিকে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন নিপুণ। বিষয়টি নিয়ে আপিল বোর্ড পর্যালোচনা করে দেখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনে ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, জায়েদ খান পেয়েছেন ১৭৬ ও নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। দু’জনে মিলে ভোট পেয়েছেন ৩৩৯ ভোট। ভোট কাস্ট হয়েছে- ৩৬৫টি। ভোট বাতিল হয়েছে-১০, অর্থাৎ কার্যকরী ভোট ৩৫৫।

 সঠিক ভোট ৩৫৫ হলে নিপুণ ও জায়েদ দুজন মিলে পেয়েছেন ৩৩৯ ভোট  তাহলে বাকি ১৬ ভোট কোথায় গেল? এ নিয়ে চলচ্চিত্রাঙ্গন বেশ সরগরম।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর