নিরক্ষর নয় শিক্ষিত নারীদের বিদেশ পাঠানো উচিত : প্রবাসী কল্যাণমন্ত্রী । দৈনিক অন্যধারা

- Advertisement -
- Advertisement -

সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে নারী অভিবাসীদের নিয়ে কাজ করা ২২টি সংগঠনের জোটের ‘নারী অভিবাসীদের সম্মিলিত কণ্ঠ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মন্তব্য করে বলেন, গৃহকর্মী হিসেবে পাঠাতে হলেও নারীদের শিক্ষিত করে বিদেশে পাঠানো উচিত বলে মনে করি।

তিনি আরো বলেন, ’আমরা সম্পূর্ণ নিরক্ষর নারীদের বিদেশ পাঠাচ্ছি। এটা বন্ধ হওয়া দরকার। অল্প শিক্ষিত হলেই তার সচেতনতা কিংবা বুঝতে পারার ক্ষমতা শতগুণ বেড়ে যায়। আর তখন কেউ কোন সুযোগ নিতে পারে না। গৃহকর্মী হিসেবে পাঠাতে হলেও আমি মনে করি, শিক্ষিত নারীদেরকেই পাঠানো উচিত। শিক্ষিত বলতে আমি মনে করি অন্তত অষ্টম-দশম শ্রেণি পাস।’

ইমরান আহমদ বলেন, ‘গার্মেন্টস সেক্টরে নারীদের সম্পৃক্ততা দেশের জন্য এক ধরনের গেম চেঞ্জার বিষয়। বিদেশে কর্মী হিসেবে নারীদের অভিবাসন এই গার্মেন্টস থেকেও বড় গেম চেঞ্জিং বলে আমি মনে করি। আমরা এই সুযোগ খুব তাড়াতাড়ি মিস করে যাচ্ছি। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে একটা কথা আছে। আমাদের জনসংখ্যায় কাজ করার মতো বয়স আছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের সঙ্গে আরও অন্তত ২০ বছর থাকবে। আমরা যদি এই সময়ে আমাদের নারীদের বেকার রাখি, ২০ বছর পর কিন্তু তারা কোনও কাজ করতে পারবে না। বিদেশ যাওয়া একজন নারীর একান্ত ব্যক্তিগত পছন্দ। আমাদের দেখতে হবে কীভাবে আমরা সে কাজটি সহজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘নারীদের জন্য বিরাট একটি বাজার খুলে আছে সেবা খাতে- কেয়ার গিভার ও নার্সিং। এটা অনেক বড় খাত। আমি মনে করি এই খাতের প্রশিক্ষণের জন্য আলাদা টিটিসি হওয়া প্রয়োজন। ভাষা শিক্ষায় কিছুটা হলেও জোর দিতে হবে। কারণ ইউরোপের দেশগুলোতে মোটামুটি ইংরেজি জানা থাকলেও কাজ হয়।’

দৈনিক অন্যধারা/জকাতা
- Advertisement -

আরো পড়ুুর