নেত্রকোনায় পুকুুুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

- Advertisement -
- Advertisement -

অন্যধারা প্রতিবেদক:

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে  উপজেলার খারনৈ  ইউনিয়নের বাউসাম ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  সে ওই এলাকার আমছর আলীর ছেলে ।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আগে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আব্দুল্লাহ। সন্ধ্যায় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।  এক পর্যায়ে বাড়ির সামনের একটি পুকুরের পানিতে ভাসতে দেখা যায় আব্দুল্লাহকে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জযত্রী দেবনাথ পূরবী  বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

অন্যধারা/২৫ সেপ্টেম্বর ২০২৪

 

- Advertisement -

আরো পড়ুুর