অন্যধারা ডেস্ক :
পশ্চিম নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন যাত্রী আহতের পাশাপাশি একজন নিহ হয়েছে।
সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৩০ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।
সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে এই সংঘর্ষ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় ট্রেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত থাকতে দেখা যায়।
উদ্ধারকর্মীরা জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুত্বর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খ.র