নোয়াখালীতে পঞ্চম শ্রেণির মাদরাসা ছাত্রী ধর্ষণ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

বৃহস্পতিবার (২ ডিসেম্বর,২০২১) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামে জহিরের ডেকোরেটরের দোকানে পঞ্চম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১১) আটক করে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই  ডেকোরেটর মালিক জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী হাবিব উল্যাহর (৪৩) নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জানা যায়,জহির উদ্দিন বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের নজু কারিগর বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে ও হাবিব উল্যাহ একই গ্রামের মৃত আলী সারেংয়ের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই ধর্ষণ মামলা করেন।  ভিকটিমকে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে  ডাক্তারি পরীক্ষার করানোর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর