পটুয়াখালীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

পটুয়াখালী জেলায় অনামিকা তালুকদার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল তিনটার দিকে পটুয়াখালী শহরের নবাব পাড়া এলাকার নিজ বাসা থেকে ৩৪ পুরিয়া হেরোইন, ৫০ পিস ইয়াবা ও নগদ ১ লক্ষ ১১ হাজার টাকাসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পটুয়াখালী জেলার ডিবি পুলিশের ওসি কে এম আজমল হুদা বলেন, দীর্ঘদিন ধরে অনামিকা তালুকদার ও তার স্বামী দুজনে মিলে নিজ বাসায় মাদকের ব্যবসা করছিলেন। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। গোপন খবরের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ। তবে অনামিকার স্বামীকে আটক করা যায়নি। অভিযানের সময়ে তার স্বামী বাসায় ছিলেন না।

ওসি আরও বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এবং আমরা খুব দ্রুত মাদক ব্যবসায়ী অনামিকার স্বামীকে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দৈনিক অন্যধারা/১১ জুন ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর