দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মানুষদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে পারাপারের জন্য অনুমোদিত যানবাহনের টোল নির্ধারণ করেছে সরকার। পদ্মা সেতুর মাধ্যমে যাতায়াত সহজ হবে, এমনকি সময়ও লাগবে কম। তবে দীর্ঘতম এই সেতু পার হতে অধিক হারে টোল প্রদান করতে হবে। সেতু বিভাগের নির্ধারিত টোলের হার অনুসারে বর্তমানে ফেরির খরচের চেয়েও গড়ে দেড় গুণ এবং দেশের দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুর টোলের চেয়েও প্রায় দ্বিগুণ বেশি টাকা খরচ হবে।
মঙ্গলবার (১৭ মে) সেতু বিভাগের এক প্রজ্ঞাপনে এ টোল হার নির্ধারণ করা হয়। সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপে ৭৫০ টাকা, পিকআপে ১২০০ টাকা, মাইক্রোবাসে ১৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন) ১৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২০০০ টাকা, বড় বাস (থ্রি-এক্সেল) প্রতি ২৪০০ টাকা টোল দিতে হবে।
এছাড়া ছোট ট্রাককে (পাঁচ টন পর্যন্ত) ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি ও সর্বোচ্চ আট টন পর্যন্ত) ২১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি ও সর্বোচ্চ ১১ টন) ২৮০০ টাকা, ট্রাকে (থ্রি-এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা, ট্রেইলার (ফোর-এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা। আর ট্রেইলার (ফোর-এক্সেলের অধিক) ৬০০০ এর সাথে প্রতি এক্সেলের জন্য ১৫০০ টাকা যুক্ত হবে।
দৈনিক অন্যধারা/১৭ মে ২০২২/জ কা তা