বলিউডের ‘হাউসফুল’ সিনেমায় চাঙ্কি পান্ডে অভিনীত ‘আখরি পাস্তা’ চরিত্রটি স্মরণীয় হয়ে আছে এখনও। আর এবার নিজের হাতে এক বাটি পাস্তার ছবি আঁকলেন অভিনেতা। সেই ছবিই কিনে নিলেন তার মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে।
সোশ্যাল মিডিয়ায় অনন্যার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা এক বাটি পাস্তা। আর তার ছবি আঁকছেন চাঙ্কি। বাবার আঁকা সেই ছবি মাত্র ১১ টাকায় কিনেছেন। শুধু কিনেই ক্ষান্ত হননি, সেই ছবি বাঁধিয়ে বাড়ির দেয়ালে টাঙিয়েছেন অভিনেত্রী।
তারই কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনন্যা লিখেছেন, ‘বাবা শুধু ছবি আঁকার চেষ্টা করেছেন— এটিকে বলা হয় ‘দ্য পেহলাপাস্তা আর্ট’ (পাস্তা ইমোটিকন) এবং অবশ্যই আমিই তার প্রথম ক্রেতা পলিম্যাথ বাস্তবে!’ সেই সঙ্গে একটি হাসির ইমো যোগ করেছেন অনন্যা।
প্রসঙ্গত, অনন্যা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ‘পতি পতনি অর ও’, ‘খালি পিলি’ এবং ‘গেহরাইয়াঁ’ সিনেমায়। শেষবার তাকে দেখা গেছে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘লাইগার’ সিনেমায়।
এদিকে আগামীতে তাকে দেখা যাবে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে ‘খো গেয়ে হাম কাহাঁ’ এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল টু’-এ।
খ.র