পায়ুপথে টর্চ ঢুকিয়ে বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় যুবলীগ নেতা : গ্রেপ্তার

- Advertisement -
- Advertisement -
অন্যধারা ডেস্ক 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে এক বৃদ্ধকে (৭২) নির্যাতনের ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে আবুল হোসেন সানাজ (৪৫) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি চর ওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, চাঁদা দাবি করায় পুলিশের কাছে অভিযোগ করেছিলেন চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের ওই বৃদ্ধ। এর জেরে গত শুক্রবার রাতে তাকে মারধর করে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে দেওয়া হয় বলে তিনি জানান। পরে প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা টর্চলাইটটি বের করে আনেন। এ ঘটনায় রোববার রাতে চরজব্বার থানায় মামলা করেন ওই বৃদ্ধের ছেলে। সেখানে চর ওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল হোসেন সানাজ এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর হোসেনসহ (৪০) আটজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়।

ওসি বলেন, মামলার প্রধান আসামি সানাজকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে । মামলার এজাহারে বলা হয়, চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের ওই বৃদ্ধ কিছুদিন আগে এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে গেলে আসামিরা তার কাছে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তারা নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে তিনি জানান। এ ঘটনায় ওই বৃদ্ধ আদালতে মামলা করেন। বিচারকের আদেশে চরজব্বার থানা পুলিশ মামলাটির তদন্ত ভার পায়। তাতে ক্ষিপ্ত হয়ে আসামিরা হত্যার হুমকি দিলে ওই বৃদ্ধ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেন। আসামিরা তখন আরও বেশি ক্ষিপ্ত হয় জানিয়ে এজাহারে বলা হয়, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে থানার হাট থেকে ওই বৃদ্ধ যখন বাড়ি ফিরছিলেন, আবুল হোসেন সানাজের নেতৃত্বে ৮/১০ জন থানার হাট-সোনাপুর সড়কের মহিলা মাদ্রাসার পাশে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পথরোধ করে এবং মুখে গামছা পেঁচিয়ে তাকে মাটিতে ফেলে মারতে থাকে।

মামলায় বলা হয়, হামলাকারীরা এক পর্যায়ে ওই বৃদ্ধের ‘পায়ু পথ দিয়ে টর্চলাইট ঢুকিয়ে দেয়’। তখন ওই বৃদ্ধ জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা তাকে ঝোঁপের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে খুঁজে পায় এবং তার ছেলেকে খবর দেয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের সার্জারি বিভাগের চিকিৎসক ফজলুর রহমান মানিকের নেতৃত্বে তিনজন চিকিৎসক শনিবার প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচার করে বৃদ্ধের পায়ুপথ থেকে টর্চলাইটটি বের করেন। তিনি এখন শঙ্কামুক্ত আছে।

দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর