- Advertisement -
অবশেষে পুত্র সন্তানের মা হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি এবং বাবা হলেন অভিনেতা শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
পরীমনির স্বামী শরিফুল রাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
রাজ আরো বলেন, ‘পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাকে বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ওর পাশে থেকেছি।। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’
পুত্র সন্তানের নামের বিষয়ে আগেই পরীমনি জানিয়েছিলেন, পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য।
উল্লেখ্য, গত বছরের ১৭ই অক্টোবর পরীমনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন।
দৈনিক অন্যধারা/১০ আগস্ট ২০২২/জ কা তা
- Advertisement -