অন্যধারা ডেক্স :
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রিত রয়ে গেলেন সাকিব আল হাসান। গতবারের মতো এবারও তাকে কেনেনি কোনো দল।
আগেরবারের চেয়ে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়েছিলেন সাকিব। কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তবে নিলামের শেষ দিকে আবারও তোলা হতে পারে তার নাম।
ভারতের কোচিতে চলছে আইপিএলের ‘মিনি’ নিলাম। এবারের নিলামে ৯৯১ জন ক্রিকেটারের নাম আসলেও চূড়ান্ত তালিকায় ছিল ৪০৫ জন ক্রিকেটার।
২০১১ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ ছিলেন সাকিব। বেশিরভাগ সময় খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই দলকে দুইবার শিরোপা জেতাতেও ছিল বড় অবদান।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেন সাকিব। ২০১৮ মৌসুমে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। পরের বছরও হায়দরাবাদেই খেলেছেন।
নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এরপর। সেই যে বিরতি গেলো, আর আইপিএলে সুযোগ মেলেনি বিশ্বসেরা অলরাউন্ডারের। গতবার অবিক্রিত ছিলেন ২ কোটি রুপিতে। এবার তার ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে প্রথম ধাপে আগ্রহ দেখায়নি কোনো দল।
দৈনিক অন্যধারা // আর.কে