প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ভাসানচরে জাতিসংঘের সহায়তা চান

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক :

মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার, ২০ ফেব্রুয়ারি) সকালে গোয়েন লুইস প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রোহিঙ্গাদের বিষয়ে এ আহ্বান জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন খুব শিগগির রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কোনো নিশ্চয়তা নেই, তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা উচিত এবং জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতা করতে পারে।

প্রধানমন্ত্রী বলেছেন রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঘনবসতিপূর্ণ জীবনযাপন করছেন। যদি রোহিঙ্গাদের বসবাসের জন্য জীবিকার ব্যবস্থা সম্পন্ন ভাসানচরে স্থানান্তর করা যায় করা যায়, তাহলে তারা বসবাসযোগ্য পরিবেশে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। কারণ, এখানে লাখেরও বেশি লোকের আবাসনের ব্যবস্থা রয়েছে। ভাসানচরে উন্নত জীবন-যাপন ও রোহিঙ্গা শিশুদের নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এসময় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে সহযোগিতার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আশা করি জাতিসংঘ তাদের সহায়তা অব্যাহত রাখবে।

 

দৈনিক অন্যধারা / ২০-০২-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর