প্রবাসীরা আপাতত দেশে না আসাই ভাল: স্বাস্থ্যমন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে  বলেন, যারা দেশের বাইরে আছেন, তার আপাতত দেশে না আসাই ভালো। এতে যেমন দেশের ভাল তেমনি নিজ পরিবারের জন্য ভাল।

রবিবার (৫ ডিসেম্বর,২০২১) দুপুরে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ওমিক্রন প্রতিরোধে আন্তমন্ত্রণালয় বৈঠক করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,যারা আফ্রিকা থেকে দেশে আসছেন তাদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে। দেশে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। 

ঢাকায় ভিতরে অনেক হাসপাতালগুলোকে কোয়ারেন্টিন সেন্টার করার জন্য বলা হয়েছে। যারা বিদেশ থেকে আসবেন তাদের নিজ খরচে কোয়ারেন্টিন থাকতে হবে। ল্যাবের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালগুলোর আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। আমরা বর্ডারে পরীক্ষা, স্ক্রিনিং ও টেস্টের ব্যবস্থা করেছি। 

মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম আরও অনেকে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর