বগুড়ার শেরপুরে জামাল উদ্দিন নামক এক ব্যক্তির বাড়িতে গড়ে তোলা নার্সারিতে চাষ করা হচ্ছে গাঁজার গাছ। এ ঘটনার খবর পেয়ে আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে শেরপুরের কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় প্রায় ২৩টি গাঁজার গাছ জব্দসহ নার্সারির মালিক জামাল উদ্দিনকে গ্রেফততার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বগুড়ার আদালতে পাঠানো হয়। এর আগে সকালের দিকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বেশ কিছুদিন আগে কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের বসতবাড়ির উঠানে ২০ শতক জমিতে একটি নার্সারি গড়ে তোলেন জামাল উদ্দিন। সেখানে রকমারি ফলদ ও বনজ গাছের চারা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা ছিল, ভালো ফলনের আশায় ওই ব্যক্তি নার্সারি পরিচর্যা করেন। তবে কিছু গাছ নিয়ে সন্দেহ ছিল স্থানীয়দের। পরে অভিযানে গিয়ে এগুলো গাঁজা গাছ বলে নিশ্চিত করে পুলিশ।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, আটক জামাল উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
দৈনিক অন্যধারা/২৭ এপ্রিল ২০২২/জকাতা