বহু প্রতীক্ষিত লেপার্ড ট্যাংক ইউক্রেনে পাঠিয়েছে জার্মানি

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর অবশেষে জার্মানি ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানো শুরু করেছে। জার্মানি থেকে লেপার্ড ট্যাংকের প্রথম চালান এরই মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর ১৮টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহ করলো জার্মানি। প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন তিনি নিশ্চিত যে যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই চালিয়ে যেতে কাজে দেবে এসব ট্যাংক।

ইউক্রেন জানায়, এরই মধ্যে চ্যালেঞ্জার ২ ট্যাংক যুক্তরাজ্য থেকে কিয়েভে পৌঁছেছে। তবে ইউক্রেনীয় সরকার এখনো লেপার্ড-২ ট্যাংক পাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ইউরোপীয় দেশগুলোর কাছে অন্তত ২ হাজার লেপার্ড-২ ট্যাংক রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে লেপার্ড-২ ট্যাংক আছে। রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই ট্যাংকসহ ভারী অস্ত্র চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিনল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে ট্যাংক দিতেও রাজি হয়।

এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম মিত্র দেশ হিসেবে ইউক্রেনে চারটি লেপার্ড ট্যাংক পাঠায় পোল্যান্ড।চলতি বছরের ২৫ জানুয়ারি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনে নিজেদের ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইউক্রেনে ৩১টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র। তার আগে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে আপত্তি জানিয়েছিল জার্মানি। তবে যুক্তরাষ্ট্র তাদের আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দিলে নিজেদের তৈরি অত্যাধুনিক এ ট্যাংক দিতে রাজি হয় বার্লিন। পরে কানাডাও ইউক্রেনে ৪টি লেপার্ড ট্যাংক পাঠানোর কথা জানায়।

দৈনিক অন্যধারা / ২৮-০৩-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর