অন্যধারা ডেস্ক:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকার সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় অস্ট্রেলিয়া।
সোমবার (৩১ জানুয়ারি,২০২২) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এমন তথ্য জানিয়েছে।
শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। সমস্ত অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আমি বাংলাদেশ সরকার ও জনগণকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাতে পেরে আনন্দিত। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দুই দেশের জনগণ গত ৫০ বছর ধরে বন্ধুত্ব উপভোগ করছে এবং দুই দেশের জনগণ খেলাধুলা পছন্দ করেন। বিশেষ করে আমি ক্রিকেট খেলার কথা উল্লেখ করতে চাই।
স্কট মরিসন প্রত্যাশা করেন দুই দেশ আগামীতে বাণিজ্য, অর্থনীতি ও সামরিক সহযোগিতা বাড়াতে কাজ করবে।
দৈনিক অন্যধারা//আর এম