বালিয়াডাঙ্গীতে মৎস্যজীবিলীগ নেতা শাকিল হত্যাকান্ড; আসামীর বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

- Advertisement -
মোঃ ইলিয়াস আলী

- Advertisement -

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচিত ভানোর ইউনিয়নের মৎসজীবীলীগের নেতা শাকিল আহম্মেদ হত্যাকান্ডের ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাটে হত্যাকান্ডের ঘটনাস্থলের পার্শ্বে আসামী আঃ কাদেরের বাড়িতে তল্লাশি চালিয়ে চাকু, চাপাতি, খুন্তি, রড ও কাঠসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

তল্লাশি অভিযান শেষে (এস আই) মাসুদ বলেন, শাকিল হত্যাকান্ডে তদন্ত চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামী আঃ কাদেরের বাড়িতে হত্যাকান্ডের ব্যবহৃত অস্ত্র গুলো রয়েছে। ভানোর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও এলাকাবাসীর সামনে তল্লাশি করে আমরা চাকু, চাপাতি, খুন্তি, রড ও কাঠসহ দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং সেগুলো মামলার আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যাব।

মামলার বাদী শাকিলের বড় ভাই সাঈদ বলেন, এসব দেশীয় অস্ত্র দিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে খুনিরা। আমি আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাট জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের আলোচনার সময় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক ইমাম বক্তব্য প্রদান করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর সংঘর্ষ হয়। সংঘর্ষে ভানোর ইউনিয়ন মৎসজীবীলীগের সভাপতি শাকিল আহম্মেদ গুরুত্বর আহত হলে দিনাজপুর এম রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ সেপ্টেম্বর ভোরে মারা যায়।

এ ঘটনায় শাকিলের বড় ভাই আবু সাঈদসহ পাঁচজন আহত হয়। গত ০৩ সেপ্টেম্বর রাতে বালিয়াডাঙ্গী থানায় আবু সাঈদ বাদী হয়ে ভানোর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে একটি মারপিটের মামলা করে। পরবর্তীতে শাকিল মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়।

দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর