বাড়ছে হজ নিবন্ধনের সময়

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

বাংলাদেশের হজযাত্রী নিবন্ধন ষষ্ঠ দফাতেও পূরণ না হওয়াতে ফের বাড়ানো হয়েছে সময়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিবন্ধনের সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কতদিন বাড়বে সেটা সন্ধ্যার দিকে জানা যাবে।

জানা যায়, বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।

খ.র

- Advertisement -

আরো পড়ুুর