বিধিনিষেধের পরবর্তী নির্দেশনা এক সপ্তাহ পর: প্রতিমন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী এক সপ্তাহ পর করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে চলমান বিধিনিষেধের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে ।

সোমবার (২৪ জানুয়ারি,২০২২) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এমন কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য সবাই মাস্ক পরুক। করোনার নতুন ধরন ওমিক্রনের এই সময়টা আমরা অতিক্রম করতে চাই। কারন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি এটি বাড়তে থাকবে।  এটি করোনার তৃতীয় ঢেউ । সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

আগামী ৬ ফেব্রুয়ারির পর বিধিনিষেধ কি বাড়তে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  প্রতিমন্ত্রী বলেন,  এটি অবশ্যই করোনা সংক্রমন পরিস্থিতির উপর নির্ভর করে । এক সপ্তাহ পর করোনা সংক্রমন পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তী নির্দেশনা দিব।

গণপরিবহনে সরকারের বিধিনিষেধ তেমন মানা হচ্ছে না- এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের উচিত  সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলা । আমরা যদি বিধিনিষেধ মেনে চলি তাহলে অবশ্যই সংক্রমন পরিস্থিতির হাত থেকে রক্ষা পাব। পরিবহন সেক্টরে যারা রয়েছেন তাদেরও আমাদের সহযোগিতার করতে হবে। নিয়ম মেনে তারা গণপরিবহন পরিচালনা করবেন। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সতর্ক হই তাহলেই কেবল তৃতীয় ঢেউ উত্তোরণ করা সহজ হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মোবাইল কোর্ট বসানের আগে আমরা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলব।  পরে  মোবাইল কোর্ট বসবে।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর