অন্যধারা ডেস্ক:
বিমানবন্দরে হরহামেশাই পাপারাজ্জিদের ক্যামেরার ধরা পড়েন বলিউড তারকারা। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া তারকাদের সেইসব ছবি-ভিডিও নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। কোন তারকা হয়তো সেলফি তুলতে আসা ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কেউ আবার ভক্তদের ডাকে ফিরেও তাকান না। আর তারকাদের সেসব ব্যবহার নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলে ভক্ত-অনুরাগীদের ও নেটিজেনদের মধ্য সমালোচনা, তর্ক-বিতর্ক।
তবে এবার অন্যরকম এক ঘটনার সাক্ষী হলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভক্ত-অনুরাগীরা। যা দেখে মুদ্ধতায় ভাসছেন তারা। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন এই অভিনেত্রী।
তাতে দেখা যাচ্ছে, সাধারণ চুড়িদার পরে বিমানবন্দরে গিয়েছিলেন অভিনেত্রী। পাপারাজ্জিরা ছবি তোলার জন্য ভিড় করেছিলেন। সেদিকে না তাকিয়েই এগিয়ে যাচ্ছিলেন। আচমকা পেছনে ফিরে তাকান। বোঝা যায় কেউ ডাকছিলেন অভিনেত্রীকে।
পেছনে ফিরে তাকিয়ে শ্রদ্ধা বুঝতে পারেন বয়স্ক কয়জন ভক্ত ডেকেছেন তাকে। ফিরে যান তাদের কাছে। হাত ধরে একেবারে বাড়ির মেয়ের মতো কথা বলতে থাকেন। আবদার মিটিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর তাদের কথা শোনেন। এরপর নিজের গন্তব্যে এগিয়ে যায়।
শ্রদ্ধার এই মিষ্টি ব্যবহারেই মুগ্ধ নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এই তো পরিবারের দেয়া সুশিক্ষা।’ কেউ আবার লেখেন, ‘সত্যিই শ্রদ্ধা খুব ভালো একজন মানুষ।’ অনেকে শ্রদ্ধাকে ‘সত্যিকারের সুপারস্টার’ও বলেছেন আর ভালোবাসার মন্তব্যে ভাসিয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রদ্ধার অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর। সিনেমাটিতে নিজের অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আগামীতে ‘স্ত্রী টু’ সিনেমাতে দেখা যাবে অভিনেত্রীকে।
ডি.ও // র হ খ