বিয়ের উপহারের মোড়ক খুলতেই বিস্ফোরণে উড়ে গেলো বরের হাত!

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

(প্রতীকি ছবি)

বিয়ের আমেজে পরিবারের লোকজন মিলে আনন্দ আর হৈ-হুল্লোরে মাতিয়ে তোলে বিয়ে বাড়ি। এমন সময়েই বিয়ের উপহারের মোড়ক খুলতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল বরের হাত।
গত মঙ্গলবার (১৭ মে) এ ভয়াবহ ঘটনাটি ভারতের গুজরাটে নবসারি জেলার মিন্ধাবরী গ্রামের একটি বিয়ে বাড়িতে ঘটে।
গত শনিবার (১৪ মে)  অনুষ্ঠান করে বিয়ে হয় মিন্ধাবরী গ্রামের লতীশ গভিতের। পাত্রী ছিল একটু দূরের গ্রামের। বিয়ের অনুষ্ঠানের পরে (মঙ্গলবার) আত্মীয়-স্বজনসহ আমন্ত্রিতদের দেওয়া বিয়ের উপহার দেখতে বসেছিলেন বর লতীশ গভিত। পাশেই ছিল লতীশের ছোট্ট ভাতিজা জিয়ানসহ অন্যান্য স্বজনরা। কিন্তু এর মধ্যেই ঘটে গেল বিপত্তি। একটি উপহারের বাক্সের মোড়ক খুলতে গিয়েই অবাক হয়ে যান লতীশ। এ যে খেলনা! এটা দেখেই ছোট্ট ভাতিজা ঝাঁপিয়ে পড়ে দেখার জন্য। ইলেকট্রনিক্স খেলনাটি চার্জ ছাড়া চলে না। তাই খেলানাটিকে চার্জে লাগাতে যান লতীশ। তার সাথে সাথে ভাতিজা চলে যায়। কিন্তু খেলনাটি চার্জে বসানোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে ঘটে গেল বিস্ফোরণ। এতে লতীশ ও তাঁর ভাতিজা জিয়ানও গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হাতের কব্জি হারান এবং মাথা ও চোখেও বেশ আঘাত পেয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় নতুন বর লতীশ ও তার ভাতিজা জিয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জনৈক রাজু পটেল নামের এক লোক উপহারটি দিয়েছেন। ঘটনার পরে লতীশের পরিবার জানতে পারে, পটেল ছিলেন নববধূর বোনের প্রাক্তন প্রেমিক। তাঁরা লিভ-ইনও করতেন। কিন্তু কিছুদিন আগেই তাদের বিচ্ছেদ হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভের কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

দৈনিক অন্যধারা/১৮ মে ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর