অন্যধারা ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে শতভাগ চিকিৎসাসেবা দেওয়া হবে । তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। ২০২২ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হবে। বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে শতভাগ চিকিৎসাসেবা প্রদানের লক্ষে ওষুধ, টেস্ট, এক্স-রেসহ যা যা প্রয়োজন সবই দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর,২০২১) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান তিনি এমন কথা বলেন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ সিটি করপোরেশন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, সংসদ সদস্য রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মনিরুল ইসলাম মনু,সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, হাজি সেলিম প্রমুখ।
সাপ্তাহিক অন্যধারা//আর এম