বেতন পাই ২৪ হাজার, নিত্যপণ্য-সবজি কিনতেই ব্যয় ২০ হাজারের বেশি’

- Advertisement -
- Advertisement -

 নিজস্ব প্রতিবেদক 

সিলেটে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, চিনি ও আলুর দাম কেজিতে ৫-৭ টাকা করে বেড়েছে। তবে আদা ও রসুনের দাম কেজিতে ১০-২০ টাকা করে কমেছে। গুঁড়া মসলার দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। শীতকালীন শাকসবজি বাজারে আসতে শুরু করলেও প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫-১০ টাকা।

শনিবার (২২ অক্টোবর) সিলেট নগরের চারটি সবজি বাজার ও টি নিত্যপণ্যের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

‘বেতন পাই ২৪ হাজার, নিত্যপণ্য-সবজি কিনতেই ব্যয় ২০ হাজারের বেশি’

দীর্ঘদিন ধরে অস্থিতিশীল থাকার পর সয়াবিন তেলের দাম দুই সপ্তাহ ধরে অনেকটা স্থিতিশীল রয়েছে। সরকারের বেঁধে দেওয়া দাম ১৭৮ টাকা দরে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে। শাকসবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা করে বেড়েছে।

গত সপ্তাহে কাঁচা মরিচ খুচরা বাজারে কেজি ৮০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে তা ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে চিনির দাম ছিল ৯৫ টাকা কেজি। আজ তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা করে। কেজিতে দাম বেড়েছে ৫-১০ টাকা করে।

দুপুরে সিলেট নগরের কাঁচাবাজার বন্দরবাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু ১১০-১২০ টাকা ও গাজর ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ধনেপাতা ১২০ টাকা কজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে দাম বেড়ে হয়েছে ২০০ টাকা।

‘বেতন পাই ২৪ হাজার, নিত্যপণ্য-সবজি কিনতেই ব্যয় ২০ হাজারের বেশি’

বেগুন ৫০-৫৫ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, লাউ (মাঝারি) ৬৫-৭৫ টাকা পিস, আমড়া ৪০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, ঝিঙে ৫০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা কেজি, করলা ৫৫ টাকা, মুলা ৪৫ টাকা, বাঁধাকপি ৫৫-৬০, শসা ৫০-৬০ টাকা ও পুইশাক ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরের কাজিরবাজারের সবজি বিক্রেতা সবুজ আহমদ বলেন, ‘বাজারে প্রতিদিনই সবজির দাম ২-৪ টাকা করে বাড়ছে। তাই আমরা খুচরা বাজারে সেভাবেই বিক্রি করছি। আলু, টমেটো, ধনেপাতা, নতুন আলুর দাম একটু চড়া। তবে কাঁচা মরিচের দাম কেজিতে ১০ টাকা কমেছে। অন্য সব শাকসবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে বলে তিনি জানান।’

বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও একই দরে চাল বিক্রি হচ্ছ। মিনিকেট চাল ৬০ টাকা ও জিরাশাইল ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটা চাল ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

‘বেতন পাই ২৪ হাজার, নিত্যপণ্য-সবজি কিনতেই ব্যয় ২০ হাজারের বেশি’

গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও গরুর মাংস ৬৫০-৬৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। তবে গরু ও খাসির কলিজা বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি।

সিলেট মেডিকেল রোডের সুপারশপ লিবার্টি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আলমগীর হোসেন বলেন, খুচরা বাজারে পেঁয়াজের দাম আজ কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে। এলসির ভালোমানের পেঁয়াজ গত সপ্তাহে ছিল ৫০ টাকা কেজি। এই পেঁয়াজ এখন ৫৫-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে জানা যায়, চায়না আদা গত সপ্তাহে ২০০ টাকা কেজি বিক্রি হলেও ২০ কমে আজ ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চায়না বড় রসুন ১২০ টাকা, বড় মসুর ডাল ১১০ টাকা এবং ছোট মসুর ডাল ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর