ব্যক্তিগত বিষয়ে নেতিবাচক মন্তব্য করলে খারাপ লাগে: হিমি

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

এই সময়ে ছোট পর্দার জনপ্রিয় মুখদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এবার ঈদ উপলক্ষে ২৫টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ২১টি-ই প্রচারিত হয়েছে।

এসবের মধ্যে কিছু নাটক নিয়ে দর্শকদের সমালোচনা থাকলেও কিছু নাটক দিয়ে প্রশংসাও পাচ্ছেন তিনি। এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

এবার ঈদের নাটকের সংখ্যা জানিয়ে হিমি বলেন, ‘ঈদ উপলক্ষে ২৫টির মতো নাটকে অভিনয় করেছিলাম। তার মধ্যে ২১টি প্রচারিত হয়েছে। কিছু নাটক দর্শক বেশি পছন্দ করেছেন। কিছু নাটক নিয়ে সমালোচনাও করেছেন। দর্শকেরা নাটক নিয়ে কথা বলছেন, এটা সেরা প্রাপ্তি।

নেতিবাচক মন্তব্য কীভাবে নেন; এমন প্রশ্নের জবাবে হিমি বলেন, ‘আমার চরিত্রের কথা বলার স্টাইল, অভিনয় ও কাজ নিয়ে কথা বললে ফিডব্যাক হিসেবেই নেওয়ার চেষ্টা করি। কারণ, এগুলো আমি পরিবর্তন করতে পারব। কিন্তু ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কথা বললে খারাপ লাগে।

‘আমি দেখতে কেমন, আমার উচ্চতা, গায়ের রং বা অন্যান্য কিছু নিয়ে নেতিবাচক মন্তব্য করলে খারাপ লাগে। এর জন্য আমি দায়ী নই, এর কিছুই আমার হাতে নেই। এর কোনো পরিবর্তনও আমি করতে পারব না। শক্ত থাকার চেষ্টা করলেও মাঝেমধ্যে খারাপ লাগে। দুশ্চিন্তায় থাকলে আমার ভাই ও পরিবারের লোকেরা সাপোর্ট দেয়।’

ঈদে নিজের করা পছন্দের কাজের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘তরী’ আমার পছন্দের কাজ। বানিয়েছেন মোহন আহমেদ। আমি বেশির ভাগ শহরকেন্দ্রিক কাজ করি। কাজটির জন্য আমাদের যেতে হয়েছে চট্টগ্রামে। ইমোশনাল গল্প, পাহাড়ি রাস্তাঘাট, চরিত্র—সবই দারুণ ছিল। আমি একটি হাসপাতালের আয়া। আর নিলয় ভাই লাশের গাড়ি চালায়। মানবিক গল্প।’’

নাটকটি নিয়ে তিনি আরও বলেন, ‘‘প্রথমেই আমরা নিশ্চিত ছিলাম, এই কাজের ভিউ বেশি হবে না। দুঃখ-কষ্ট আমাদের লাইফে এমনিতেই বেশি। বিনোদন নিতে গিয়ে সেগুলো দর্শকেরা দেখতে চান না। আবার কমেডি-নির্ভর ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’ নাটকটি শুরু থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। সেটাও আমার পছন্দের।’’

খ.র

- Advertisement -

আরো পড়ুুর