(ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন)
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া দুইটায় রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটিতে তাকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকাল ৪টায় সাক্ষাৎ করবেন তিনি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করা হবে।
বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে ড. এস জয়শঙ্কর ও ড. এ কে আব্দুল মোমেন এর বৈঠক হবে। রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এর পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সম্মানে নৈশভোজের আয়োজন করা হবে।
আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকা ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
দৈনিক অন্যধারা/২৮ এপ্রিল ২০২২/জকাতা