ভালোবাসার মৌসুম ।। রুবিনা সুলতানা 

- Advertisement -
- Advertisement -

আবার যখন ভালোবাসার মৌসুম  আসবে

খুব বাছাই করে- করবে বীজ বপন

বীজ তলার মাটি হবে উর্বর

পলিযুক্ত সর্বোপরি আগাছা নিধন।

তুমি প্রান্তিক চাষি!

 

যত্নশীল হবে নতুন ফসল ঘরে তোলার আগে

পোকামাকড় করবে রোধ নিজেকে সামলে নিয়ে।

আবার যখন ভালোবাসার মৌসুম আসবে

মাথায় নতুন গামছা বেঁধে নামবে মাঠে

নিজেকে একটু গুছিয়ে নিও

জিড়িয়ে নিও হিজলের তলে!

 

ভালোবাসার প্রতিমা গড়ে তোলার আগে

নিজ ভালে এঁকে দিও সূর্য!

আলেয়ার আলো দূরীভূত হয়ে

নতুন আলোয়

হয় যেন উদ্ভাসিত।

 

বদলে নিয়ে নিজেকে আদ্যোপান্ত

গড়ে নিও প্রেমিক মন!

শিশুসুলভ ভাবখানা সরিয়ে দিও

মুখের হাসিতে  চর্বিত চর্বণ।

 

আবার যখন ভালোবাসার মৌসুম আসবে

খুব বাছাই করে বীজ বপন করবে।

 

- Advertisement -

আরো পড়ুুর