বিনোদন ডেস্ক:
সম্পর্কের অবনতি হয়েছে বেশ কিছু দিন হলো। দুজনে সাফ জানিয়ে দিয়েছেন, আর সংসার করবেন না। তবে একমাত্র সন্তান রাজ্য’র জন্য কিছু দিন আগেও একত্র হয়েছেন। মিলেমিশে ছেলের দশ মাস উদযাপন করেছেন। তবে পরক্ষণেই জানা যায়, সেটা স্রেফ মুহূর্তের মিলন ছিল।
চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের কথা বলা হচ্ছে। বছর দেড়েকের সংসার জীবনে অনানুষ্ঠানিক ইতি টেনেছেন তারা। প্রায় মাস ঘনালো, রাজ-পরী একসঙ্গে থাকেন না। এর মাঝে অন্য অভিনেত্রীদের সঙ্গে রাজের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি-ভিডিও ফাঁস হয়। ফলে পরীর সঙ্গে তার দূরত্বের পাহাড় আরও বেশি পোক্ত ও বড় হয়ে ওঠে।
সেই দূরত্ব যে সহসাই কাটছে না, তার নজির মিলল রবিবার (১৮ জুন) বাবা দিবসের ভোরে। ফেসবুকে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন পরীমণি। আর বরাবরের মতোই নিশানায় শরিফুল রাজ। যদিও রাজের নাম উল্লেখ নেই, তবে তা বুঝে নেওয়ার জন্য কারোর বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ছে না।
বাবা দিবস উপলক্ষে রাজকে কটাক্ষ করেছেন পরী। বলেছেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনও স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতো, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনও মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (বন্ধু) সাথে আছে! লুজার।
এরপর পরী বললেন, ‘মা-বাবা নেই, এই কষ্ট ঢের ভালো; এমন থাকার চেয়ে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধরে।’
পরীর এমন মন্তব্যের পর বরাবরের মতো নীরবতায় ডুব মেরে আছেন শরিফুল রাজ। বাবা দিবস উপলক্ষে একমাত্র ছেলে রাজ্যকে নিয়েও এ পর্যন্ত কোনও বার্তা দেননি তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। সে বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ঘরে সেই আলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে বটে, কিন্তু তাতে রাজ-পরী একত্রে আলোকিত হতে পারছেন না।
ডি.ও // র হ খ