অন্যধারা ডেস্ক :
সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের পুড়ে যাওয়া কাপড় দিয়ে গয়না তৈরি করার ছবি, একাধিকবার ‘মজিদ চাচা’ নামের ব্যবহার এবং একই গরুর ছবি বারবার ব্যবহার করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।
কেউ কেউ সোশ্যালে প্রতিষ্ঠানটির আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আর এসব বিষয় নিয়ে যখন নানা সমালোচনা চলছে, সেই সময় জবাব দিলেন বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস।

সোমবার (১৭ এপ্রিল) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে উঠা প্রশ্নের জবাব দেন তিনি। মজিদ চাচা অর্থাৎ একই ব্যক্তিকে সংগঠনের কার্যক্রমে বারবার উপকারভোগী হিসেবে প্রচার করা নিয়ে ট্রল হচ্ছে সোশ্যালে। এ ব্যাপারে কিশোর কুমার বলেন, মজিদ চাচা একটি রূপক বা প্রতীকী চরিত্র।
তিনি বলেন, একবার সত্যিকার একজন উপকারভোগীর নাম প্রকাশ করা হয়েছিল। ওই উপকারভোগীর নাম একজন বিখ্যাত ব্যক্তির নামের সঙ্গে মিল থাকায় ওই সময় বলা হয়েছিল—বিদ্যানন্দ ইচ্ছা করেই ওই বিখ্যাত ব্যক্তিকে অপমানের জন্য এ কাজ করেছে। তারপর থেকে কেবল মজিদ চাচা নন, এমন অনেক প্রতীকী নাম প্রচার করা হয়েছে। আর বিদ্যানন্দ ফাউন্ডেশন নিবন্ধিত এনজিও। নিয়ম অনুযায়ী দেশের বাইরে থেকে অর্থ নিতে কোনো সমস্যা হওয়ার কথা তো নয়।

এছাড়া বিদ্যানন্দ ফাউন্ডেশনের নাম এবং ব্যক্তি কিশোরের ধর্ম নিয়েও বিভিন্ন সময় কটূক্তি করার বিষয় উল্লেখ করে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, জন্মগতভাবে হিন্দু পরিবারে জন্ম হয়েছে আমার। আমার ধর্ম নিয়েও অনেক সময় কাটাছেঁড়া করা হয়েছে। কিন্তু আমার মৃ্ত্যু নিয়ে যেন কোনো কাটছেঁড়া করতে না পারে, লাশ নিয়ে কেউ যেন না বলে এটা কোন ধর্মের, তাই বাংলাদেশ থেকে আসার আগে দেহদান করে এসেছি।
খ.র

