অন্যধারা ডেস্ক
কিশোরগঞ্জে পোলট্রি খাদ্যের দাম কমানো, সরকারি উদ্যোগে দাম নির্ধারণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ।
বুধবার (৩১ আগস্ট) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় মাথায় ডিম ভেঙে তারা পোলট্রি খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান খামার মালিকরা।
বক্তারা বলেন, গত দেড় বছরের ব্যবধানে ৫০ কেজি বস্তা পোলট্রি খাদ্যের দাম বেড়েছে ১২০০ টাকা। উৎপাদন খরচ ৯ টাকা ৮০ পয়সা হলেও বর্তমানে খুচরা বাজারে প্রতি পিস ডিম বিক্রি করতে হচ্ছে ৮ টাকা ৮০ পয়সায়। ফলে ক্রমাগত লোকসানের মুখে পড়তে হচ্ছে খামারিদের।
মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন খামার মালিকরা। এরআগে একই দাবিতে শহীদ সৈয়দ নজরুল ইমলাম মুক্তমঞ্চে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এ কে ফজলুল হক।
এ সময় সরকারের পক্ষ থেকে খামার, আড়ত ও ভোক্তা পর্যায়ে ডিম ও মুরগির মূল্য নির্ধারণ, জাতীয় কমিটি গঠন করে পোলট্রি পণ্যের মূল্য নির্ধারণ, পোলট্রি শিল্পে ভর্তুকি প্রদানসহ চার দফা দাবি জানায় তারা।
দৈনিক অন্যধারা/ এইচ