সৈয়দ মোকাররম
মাদারীপুরের ডাসারে ৪ বছরের শিশু ধর্ষক ফারুক মোল্লা(৩২) এর ফাঁসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ডাসার ইউনিয়নের আইসার বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সরোজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের ৪ বছরে শিশুকে বিস্কিট ও চকলেট খাওয়ার লোভ দেখিয়ে গত (৮ইঅক্টোবর) ধর্ষন করেন একই এলাকার মৃত্যু :আমজাদ মোল্লার বখাটে ছেলে ফারুক মোল্লা। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ ১১ই অক্টোবর অভিযান চালিয়ে ধর্ষক ফারুক মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। শুক্রবার বিকালে ভাঙ্গাব্রীজ টু শশিকর হাইওয়ে সড়কের আইসার বাজার বাসস্ট্যান্ডে শত শত এলাকাবাসী ধর্ষক ফারুক মোল্লার ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় আ.লীগ নেতা পান্না হাওলাদার,সামচু হাওলাদার,পানজু সরদার,মুকুল মাতুব্বর,মুকুল মোল্লাও জামাল সরদার সহ একাধিক ব্যক্তি ফাঁসির দাবিতে বক্তব্যে বলেন, এলাকার কিছু প্রভাবশালী মহল হামজাল মোল্লা,মিমজাল মোল্লা,মালেক মোল্লা,নয়ন মোল্লাসহ একাধীক ব্যক্তি ধর্ষককের কাচ থেকে মোটা অংকের টাকা খেয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেস্টা করেন এবং ধর্ষনের মামলা তোলার জন্য ধর্ষিতার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা এ নড়পিচাসের ফাঁসি দাবি করছি।
দৈনিক অন্যধারা/ এইচ