মানবতার অনন্য নজির দেখালেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 

- Advertisement -
সৈয়দ মোকাররম হোসেন,মাদারীপুর
মানবতার অনন্য নজির গড়লেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসানুজ্জামান।
 ২৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ডাসার থানার শেষ সীমানা থেকেও ১ কিঃ মিঃ দূরত্বে সড়ক দূর্ঘটনায় রাস্তার উপর গুরুতর আহত হয়ে পড়ে থাকে এক পাগলী। ওসি মো: হাসানুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তখন আহত পাগলীকে কেউই উদ্ধার করতে এগিয়ে আসেনি।
এ সময় ওসি মো: হাসানুজ্জামান তার সাথে থাকা বডিগার্ড মো: সিয়াম ও ড্রাইভার মিরাজের সহায়তায় গুরুতর আহত পাগলীকে উদ্ধার করে মাদারীপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানা থেকে উদ্ধারের জন্য গাড়ী পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আহত পাগলীকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় ওসি মো: হাসানুজ্জামান সার্বক্ষনিক খোঁজ খবর রাখেন। পরে খবর নিয়ে জানাযায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
এভাবে সড়ক দূর্ঘটনায় একজন গুরুতর মুমূর্ষু অবস্থায় পাগলীকে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার করে মানবতার নজির স্থাপন করেছেন, ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান।
এ ছাড়াও ওসি মো: হাসানুজ্জামান ডাসার থানায় যোগদান করার পর থেকে বিভিন্ন সামাজিক কাজে তিনি অংশগ্রহণ করে, প্রশংসা কুড়িয়েছেন।
এব্যাপারে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান দৈনিক অন্যধারাকে বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে অনেক কাজই করতে হয়। একজন মহিলা গভীর রাতে দূর্ঘটনায় রাস্তায় পরে আছে, এমন সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে যাই। পরে আমার সাথে থাকা বডিগার্ড ও ড্রাইভারের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই। পরে খবর নিয়ে জানাযায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে আমি গভীর শোকাহত।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর