বিনোদন ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জ ২আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরমও কিনেছিলেন। চালিয়েছিলেন ব্যাপক প্রচারণা। তবে শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও দলের পছন্দের প্রার্থীর হয়ে মাঠে ছিলেন। এবার আবারও নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে মাহিকে। তবে তা নিজের জন্যে নয়। এবার তিনি ব্যস্ত হয়ে উঠেছেন তার ভাশুরের নির্বাচন ঘিরে।
মাহির স্বামী রাকিব সরকারের বড়ভাই কামরুল আহসান সরকার রাসেল এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য ফরম জমা দিয়েছেন। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান নৌকা প্রতীক পেতে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভ্রাতৃবধূ মাহি। গাজীপুরের নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়ে উঠেছেন মাহি। ফেসবুকে ভাশুরের পক্ষে একাধিক পোস্টও দিয়েছেন।
তেমনি মঙ্গলবার তার ভাশুরের একটি ছবি পোস্ট করে তিনি জানায়, আমাদের মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই গাজীপুরবাসীদের হতাশ করবেন না। আগামীকাল সেই প্রত্যাশায় মনোনয়নপত্র জমা দিতে যাবেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী গাজীপুর মহানগর যুবলীগ এর আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।’
এরপর বুধবারও দুটি পোস্ট দিয়েছেন মাহি। একটিতে লেখেন, ধানমন্ডি ৩/এ তে পার্টি অফিস এ যাই, ভাইয়ার মনোনয়নপত্র জমা দিতে। মনোনয়ন জমা দেয়ার সময়ের ছবিসহ আরেক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ জয় আমাদের হবেই ইনশাআল্লাহ। গাজীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে মাহির ভাশুর রাসেলকে। এই সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সাবেক পৌর চেয়ারম্যান আজমতউল্লাহ খানের পাশাপাশি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতিও মেয়র প্রার্থী হতে চাইছেন।
এদিকে মাত্র দিন পনেরো আগে পুত্র সন্তানের মা হয়েছেন মাহি। এর কিছুদিন আগেই পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে তুমুল আলোচনায় আসেন তিনি।
দৈনিক অন্যধারা / ১৩-০৪-২০২৩

