মা হচ্ছেন নায়িকা পরীমনি; বাবা শরীফুল রাজ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

ঢাকার চলচ্চিত্রাঙ্গণে আলোচিত নায়িকা পরীমনি মা হতে যাচ্ছেন। পরীমনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি সন্তানের মা হতে যাচ্ছি এ খবর মিথ্যে নয়। আমার সন্তানের বাবা শরীফুল রাজ। যখন সন্তানের বিষয়টি নিশ্চিত হতে পেরেছি তখন আনন্দে আমি ও রাজ দুজনেই কেঁদে ফেলেছি।

পরীমনির সন্তানের বাবা শরীফুল রাজ বলেন, গত বছরের ১৭ অক্টোবর মাসে পরীমনিকে বিয়ে করেছি। সম্পূর্ণ গোপনীয়ভাবেই আমাদের বিয়ে হয়েছিল। বিষয়টি এখনো সেভাবে জানানো হয়ে ওঠেনি। এরইমধ্যে আনন্দের খবরটি পেলাম আমরা।

রাজ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’ রাজ জানান, বিয়ের অনুষ্ঠান করবেন বেশ করেই। আপাতত অনাগত সন্তানের জন্য আমাদের অপেক্ষা ও পরীমনির পরিচর্যার বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

জানা গেছে, চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ এর শুটিংয়ের সময় পরীমনি ও শরীফুল রাজ প্রেমে পড়েন। এরপর গোপনেই বিয়ের কাজ সম্পন্ন করেন।

গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘গুণীন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ-পরীর পরিচয়। যতোটুকু জেনেছি, শুটিং সেটেই তারা একে অন্যের প্রেমে পড়েন। সেই সময়েই তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। আমরা অবশ্য এ বিষয়ে তখন কিছুই জানতাম না।

সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুনিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে লিখেছিলেন, ‘রাজপরী’।

দৈনিক অন্যধারা/১২ মে ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর