মেসি করোনা আক্রান্ত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

মহামারী করোনা ভাইরাসের প্রভাব যেন কিছুতেই কাটছে না। ফের করোনা ভাইরাস বিশ্বজুড়ে ব্যাপক আকারে ছড়াচ্ছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এবার করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

শুধু লিওনেল মেসি নয়, তার ক্লাবটির আরও তিন জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন । রোববার (২ জানুয়ারি,২০২২) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিএসজি। বিবৃতিতে ক্লাবটি জানায়, করোনা পজিটিভ হওয়া চার খেলোয়াড় হলেন- লিওনেল মেসি, নাথান বিতুমাজালা,হুয়ান বের্নাত ও সের্হিও রিকো। বর্তমানে তারা সবাই আইসোলেশনে রয়েছেন।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর