যশোরে বিএনপি’র যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা প্রতিবেদকঃ
যশোরে এই যৌথ সভায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না দলের সদস্যদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করেছেন যে, যদি তারা দলীয় নির্দেশনা অমান্য করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, মানুষের ওপর কোনো ধরনের অন্যায় করা যাবে না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে তা জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়ে জিরো টলারেন্সের অবস্থান নিয়েছেন। তাই শৃঙ্খলা ভাঙার পর সামাজিক দায়বদ্ধতায় কোন নেতা-কর্মীর প্রতি প্রশ্রয় দেওয়া হবে না।

রোববার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত সাম্য ও মানবিক সমাজ গঠনে নির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় আব্দুল মোনায়েম মুন্না আরও মন্তব্য করেন যে যশোরে আওয়ামী লীগের গুন্ডাতন্ত্রের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন শাহীন চাকলাদার। একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে শাহীন চাকলাদার সারা দেশে কুখ্যাতি অর্জন করেছিলেন এবং অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা চেয়ারম্যানদের একজন হয়ে ওঠেন। একইভাবে কেরানীগঞ্জের শাহিনও এর অন্তর্ভুক্ত ছিল। অপরাধমূলক উপায়ে যত টাকা উপার্জন করেছেন সেই টাকা দিয়ে যশোরসহ ঢাকায় “জাবের” নামে একটি ডিস্কো হোটেল করেছিলেন উনি। প্রশ্ন উঠছে—এই কুখ্যাত শাহীন চাকলাদার কীভাবে পালিয়ে গেল?

যুবদলের সভাপতি প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন অবিলম্বে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে। তিনি বলেন, যশোরে অতীতে যারা গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তাদেরকে আটক করা প্রয়োজন। একই সাথে পালিয়ে থাকা যুবলীগ ও ছাত্রলীগের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের খুঁজে বের করারও দাবি জানান তিনি। বিএনপি সহ-সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে দলীয় নেতাকর্মীদের হত্যা ও জখমকারী ব্যক্তিদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

বিডি হলে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তাঁরেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

গতকালকের যৌথ সভাটি পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল এবং জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান বাপ্পি।

- Advertisement -

আরো পড়ুুর